দেশি শব্দ মনে রাখার সহজ উপায় |
কয়েকটি দেশি শব্দ মনে রাখার টেকনিক
নূরল বিয়ের পর শ্বশুরবাড়ি গেল । তার শ্বাশুড়ি ভোরে ঘুম থেকে উঠে টেকির মধ্যে চাল নিয়ে ভেনে কুলা দিয়ে ঝেরে ডুলা দিয়ে ধুয়ে চুলায় বসাল ৷ চাল আর ডালে মিলে হয় খিঁচুড়ি । নাঈম এগুলো পেটে ভরল । শুধু খিচুড়ি খেলেই হবে! না। জামাইয়ের জন্য কুড়ি(২০) টা ডাগর (বড়) ডাব, জারুল, জলপাই পেড়ে নিয়ে আসল । তারপর জামাই ডিঙ্গি নৌকায় উঠে মাথায় টোপর পরে টোল বাজিয়ে গঞ্জে যাচ্ছে ।
Part-2
গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা, কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি । গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক page এ লাইক দিন- fb.com/Alaminitbdnews/



No comments:
Post a Comment