জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার বিলম্বফিসহ ফরম পূরণের বিশেষ বিজ্ঞপ্তি।
Deadline: 30 Aug 2021
 

ফি জমাদানের পদ্ধতি
২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সকল পরীক্ষার্থীর ফি ডিজাইনকৃত নির্ধারিত জমা ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nubd.info/honours)-থেকে ডাউনলােড করে “সােনালী সেবা” এর মাধ্যমে যে কোন সােনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কলেজ (nubd.info/honours)- ওয়েব সাইট অথবা কলেজের ই-মেইল এড্রেসে Login করে Pay Slip ডাউনলােড করবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখ পূর্বক মােট টাকার অংক লেখা থাকবে এবং এর Print Copy নিয়ে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে শেষ তারিখের মধ্যে জমা রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোন প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না।
Pay Slip সংগ্রহের জন্য ০৪ মার্চ ২০২১ তারিখ ০৪:০০ টা পর্যন্ত সােনালী সেবার Link Active থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে Pay Slip ডাউনলােড করা এবং টাকা জমা দেয়া যাবে না। সােনালী সেবা ব্যতিত ব্যাংক-এ প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভুত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
২০২১ সালের অনার্স ১ম বর্ষ ফরমপূরণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের নির্দেশিকাটি ভালভাবে পড়ুন


No comments:
Post a Comment